বরিশালে অসহায়দের মাঝে পূজোর উপহার বিতরণ

বাঙালী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালে অর্ধশতাধিক পরিবারের মাঝে পূজোর উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর ঘোষ বাড়ি পূজো মন্ডপের সামনে এই উপহার সামগ্রী বিতরণ করেন ফেসবুক গ্রুপ বরিশালের পূজো এর সদস্যরা।
ফেসবুক গ্রুপ বরিশালের পূজো এর এডমিন কমল ঘোষ বলেন, করোনাকালীন আমরা দেখেছি কত মানুষ অসহায় হয়ে পড়েছে। এত বড় উৎসবে ঘরে রান্নাও করতে পারেনি। এমন কিছু পরিবার ছিলো তারা মুখ ফুটে বলতেও পারেনি যে না খেয়ে রয়েছে। গতবছর এমন পরিস্থিতিতে আমরা দুর্গা পূজার পূর্বেই উপহার বিতরণ করি শতাধিক পরিবারের মাঝে। এবারে দ্বিতীয়বারের মত অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটাতে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে, মিষ্টিমুখ করানো হয়েছে আগত সকালকে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।
তিনি বলেন, দুর্গা পূজার আগে কিছু পরিবারের মুখে হাসি ফুটেছে দেখে আমরা আনন্দিত। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বরিশালের পূজো গ্রুপের সদস্য মৌটুসী বিশ্বাস, দুর্জয় খান প্রান্ত, সুপ্রিয় ঘোষ নীল, অন্তরা দেবনাথ মুমু, অঙ্গন ভদ্র অন্তু, শতাব্দী খান পূজা, দীপ্ত ডাকুয়া, পঙ্কজ কুমার ও চম্পা কর্মকার পিয়ালী।
এইচকেআর