দৌলতখানে করোনা সচেতনতায় মাঠে নেমেছে প্রশাসন


ভোলার দৌলতখানে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে মাস্ক বিতরণসহ প্রচারণামূলক কার্যক্রমে নেমেছে উপজেলা প্রশাসন। রবিবার(৪ এপ্রিল) সকাল থেকে পৌরশহরের পশুহাসপাতাল সড়কসহ বিভিন্ন এলাকায় জনসাধারণকে দিকনির্দেশনা ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, দৌলতখান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মহুয়া আফরোজ।
মাস্ক বিতরণকালে তিনি জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানান। এসময় উপজেলা ভূমি অফিসের নাজির আনোয়ার হোসেনসহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ বলেন, হঠাৎ করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনসাধরণকে সচেতন করতে মাস্ক বিতরণসহ প্রচারণা চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি না মেনে যারা হাটে-বাজারে চলাফেরা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এইচকেআর
