ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

Motobad news

এমপি মন্ত্রীর মেয়েরা বিয়ে করতে প্রস্তুত নোবেলকে!

এমপি মন্ত্রীর মেয়েরা বিয়ে করতে প্রস্তুত নোবেলকে!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নোবেলের জীবনে বাজছে বিচ্ছেদের সুর। এমন সময় 'ডিভোর্স' নিয়ে নতুন গান তৈরি করছেন তিনি। এরই মধ্যে লেখা ও কম্পোজ শেষ করে ফেলেছেন। খুব শীঘ্রই রেকর্ডিং সেশন শেষে গানটি প্রকাশ করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই সঙ্গীতশিল্পী।

ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি পান মাইনুল আহসান নোবেল। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন এই সঙ্গীতশিল্পী। বিতর্কিত কাণ্ডের জেরে অনেক দিন ধরেই আলাদা থাকতেন এই দম্পতি। গত ১১ সেপ্টেম্বর নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল। বুধবার (৬ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।


সালসাবিলের অভিযোগ, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারী নেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’

অন্যদিকে স্ত্রীর বিরুদ্ধে নোবেলের অভিযোগ, 'আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে সালসাবিল। আমার ক্যারিয়ারের ধ্বংস করতে একটি পক্ষের হয়ে কাজ করেছে সে। সব সময় আমাকে মানসিক যন্ত্রণায় রেখেছে, যাতে আমি গান গাইতে না পারি। কনসার্ট করতে না পারি।'


এই অভিযোগের ভিত্তিতে সালসাবিল গণমাধ্যমকে বলেন, 'নোবেল কী বলে, না বলে- কী বলতে পারে- সবাই জানে। সে মাদক গ্রহণ করে, মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসা হওয়া জরুরি। আমি অনেক চেষ্টা করেছি। নোবেল নারী আর মদ ছাড়তে পারে না, সে সুস্থ হবে কিভাবে?'


সালসাবিলের সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়া শেষ হলে ফের বিয়ের পিঁড়িতে বসবেন নোবেল। তবে আর ভালোবেসে নয়, বাবা-মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন তিনি। নোবেলের ভাষ্য, ‘এবার আমি বিয়ে করব বাবা-মায়ের পছন্দে। আমি ২৫ বছরের একটা ছেলে। আরেকটা বিয়ে করে ফেলব। আমার বহু জায়গা থেকে প্রস্তাব আছে। ওর চেয়ে সুন্দরী ও ভালো মেয়ে বিয়ে করবো। এমপি মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে।’


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন