ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

মেহেন্দিগঞ্জে মৎস্য অভিযানে ইউএনও'র উপর জেলেদের হামলা, আহত ২

মেহেন্দিগঞ্জে মৎস্য অভিযানে ইউএনও'র উপর জেলেদের হামলা, আহত ২
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মেহেন্দিগঞ্জে মৎস্য অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ এর উপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এতে ইউএনও সহ ২ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সিকদারের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করেছেন আহত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ ।

জানা গেছে, শুক্রবার সকাল ৮ টার সময় মা ইলিশ রক্ষার অভিযান চলাকালীন সময়ে দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সিকদারের ঘাট এলাকায় ইলিশ ও জাল সহ জেলেদের ধাওয়া করা হয় । এসময় জেলেদের একটি ট্রলার ইউএনও'র স্প্রিড বোটের উপর উঠিয়ে দেয়। তখন ইউএনও'র দেহরক্ষী তুহিন শর্টগানসহ নদীতে পরে যায়  এসময় ইউএনও সহ তার দেহরক্ষী এবং আনসার সদস্য গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে হামলাকারী জেলেরা দ্রুত পালিয়ে যায়। পরে দেহরক্ষী আনসার সদস্য তুহিনকে নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও তার সাথে থাকা অস্ত্র (শর্টগান) নদীতে পরে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ জানান দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সিকদারের ঘাট এলাকায় ইলিশ ও জাল সহ জেলেদের ধাওয়া করা হয় । এসময় জেলেদের একটি ট্রলার আমাদের স্প্রিড বোটের উপর উঠিয়ে দিলে দেহরক্ষী তুহিন শর্টগানসহ নদীতে পরে যায় । এতে আমি ইউএনও)  সহ দেহরক্ষী এবং আনসার সদস্য আহত হয়েছি ।  বরিশাল থেকে ডুবুরি টিম এসে অস্ত্র (শর্টগান)টি উদ্ধারের জন্য চেষ্টা করছেন ।

 

এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, ইউএনও'র উপর হামলাকারীদের বিরুদ্ধে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

 

সঞ্জয় গুহ/এইচকেআর

 

 

 

 

 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন