গৌরনদীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে গিফ্ট বক্স বিতরণ

বরিশালের গৌরনদীতে অসহায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত এক হাজার শিশুদের মাঝে গিফ্ট বক্স বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
শনিবার সকালে ধানডোবা সেন্ট ফিলিপস চার্চে গিফট অফ ফর দ্যা আন্ডার প্র্রিভলেজ্ড চিল্ড্রেন প্রকল্পের আওতায় অপারেশন জেনারেল এর উদ্যোগে গিফ্ট বক্স বিতরণ অনুষ্ঠান অঞ্চল পালক প্র্রধান (ডিন) রোভাঃ শান্তি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া। বালক হোস্টেল ইনচার্জ বিলাশ বৈরাগীর সঞ্চলনায় বক্তব্য রাখেন চার্চ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দীালপ কর্মকারসহ অন্যান্যরা। শেষে শিশুদের মাঝে গিফ্ট বক্স বিতরণ করা হয়।
এইচকেআর