গৌরনদীতে শিক্ষক পেটানো সেই নয়ন আটক

স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় শিক্ষক পেটানো বখাটে নয়ন কর্মকারকে অবশেষে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নয়ন কর্মকার উপজেলার সুন্দরদী গ্রামের পালপাড়ার দীপক কর্মকারের ছেলে । গৌরনদী মডেল থানার এসআই মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, শিক্ষক পেটানো ঘটনা বিভিন্ন সংবাদ পত্রে প্রকাশিত হওয়ায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হলে নয়ন কর্মকারকে আটকের নির্দেশ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় টরকী বন্দরে অভিযান চালিয়ে নয়ন কর্মকারকে আটক করা হয়। মামলার প্রস্তুতি চলছে বলেন তিনি।
উল্লেখ্য টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিলো নয়ন কর্মকার। বিষয়টি ছাত্রীর অভিভাবকরা শিক্ষক কমল হালদারকে জানানো পর সে (শিক্ষক) বখাটে নয়ন কর্মকারকে সাশিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটে তার সহযোগিদের নিয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে শিক্ষক কমল হালদারের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে তার ডান হাত ভেঙ্গে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
আহত শিক্ষক কমল হালদার অভিযোগ করে বলেন, বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাঁপা দেওয়ার জন্য স্থানীয় কতিপয় ব্যক্তি মরিয়া হয়ে উঠছে। ইতোমধ্যে তারা বখাটে নয়নের পক্ষালম্বন করে হাসপাতালে এসে এবং আমার ভাড়াটিয়া বাসায় গিয়ে পরিবারের সদস্যদের মামলা দায়ের না করার জন্য হুমকি অব্যাহত রেখেছে।
এইচকেআর