আগৈলঝাড়ায় ইউপি সদস্য শহিদুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আগৈলঝাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য শহিদুল ইসলামের উদ্যোগে সরকারী আইডিয়াল প্রাথমিক বিদ্যালয় মাঠে সানুহার সমাজের সভাপতি সাহেব আলী সরদারের সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সরদার, মুক্তিযোদ্ধা শাহআলম সরদার মতি, মুক্তিযোদ্ধা রশিদ সরদার, মুক্তিযোদ্ধা আয়নাল ফকির, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা নলীনি কুমার বাড়ৈ, স্থানীয় সমাজ সেবক আব্দুল কাদের আকন, আবু সাইদ সরদার, সামছুল হক মুন্সি প্রমুখ।
সভায় সানুহার সমাজের সভাপতি সাহেব আলী সরদার বলেন, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের পূর্ব সুজনকাঠী ও কালুপাড়া গ্রামের সকল ভোটারদের একসাথে নিয়ে কাজ করতে হবে। একসাথে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীর জন্য ভোট চাইতে হবে। যাতে করে আমাদের প্রার্থী বিপুল ভোটে পুনরায় বিজয়ী হতে পারে।
এইচকেআর