শৃঙ্খলার মান সমুন্নত রাখতে নিয়মিত শরীরচর্চা অপরিহার্য: বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, আমাদের শৃঙ্খলার মানকে আরও উন্নত করতে মাস্টার প্যারেড অপরিহার্য। বাংলাদেশ সরকার এর নেতৃত্বে সংশ্লিষ্ট সকলের আন্তরিক অংশগ্রহণে আমরা এই অতিমারী পেন্ডামিক পরিস্থিতি ক্রমান্বয়ে সহনশীলতার দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছি বিধায় আমরা স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এই প্যারেডে সমবেত হয়েছি।
রবিবার (১০ অক্টোবর) সকাল ৮ টায় পুলিশ লাইন্স মাস্টার প্যারেড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন । তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষে প্রথম পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে যেসব অকুতোভয় বীরেরা নিজের জীবন আত্মাহুতি দিয়েছেন, আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে তাঁদের স্মরণ করতে চাই, যাঁদের আত্মত্যাগে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং যাদের উত্তরসূরী হিসেবে বিভিন্ন পেশায় নিয়জিত থেকে দায়িত্বপালন করতে পারছি। করোনাকালের প্রথম ডাকেও আমাদের ১০৭ জন পুলিশ সদস্য নিজেদের জীবন ত্যাগ করে শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
তিনি বলেন, জনগণের সেবাদানকারী ইউনিফর্মধারী শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে শারীরিক যোগ্যতা আমাদের অন্যতম বিষয়। পুলিশ সার্ভিস অন্য কোন সেবা প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের স্মার্টনেস যেন কোনভাবেই ঢিলেঢালা না হয়, সেদিকে বিশেষ খেয়াল রেখে কর্তব্যপালন করতে হবে এবং অবশ্যই মেনে চলতে হবে। সতর্কতা অবলম্বন করে নিয়মিত শরীরচর্চা করে সুস্থ শরীরে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।
পুলিশ কমিশনার বলেন, যেকোন উন্নয়নের পূর্বশর্ত নিরাপত্তার চাহিদা পূরণ, সে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এই জনপদকে নিরাপদ রাখতে আমাদের স্পেশাল করে নিয়োজিত করা হয়েছে। শারীরিক অসুস্থতা নিয়ে সেই লক্ষ্য বাস্তবায়ন কোন ভাবেই সম্ভব নয়। আমরা যেন নিজেকে সুস্থ রেখে অপরাধ দানাবাঁধার আগেই তা দমনে জোড়ালো ভূমিকা রাখতে পারি সেজন্য নিয়মিত শরীরচর্চার মাধ্যমে নিজেকে ফিট রাখতে হবে।
শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে পুলিশের দুর্গাপূজা সহ প্রতিটি বড় বড় উৎসবে কর্তব্য পালন করার যে ঈর্ষণীয় ঐতিহ্য রয়েছে, সে ঐতিহ্য থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই । নিয়মিত প্যারেড অনুশীলনের মাধ্যমে শারীরিক কাঠামো ও সক্ষমতা ঠিক রেখে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন ) এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম , অপারেন্স এন্ড প্রসিকিউশন) মো. মোকতার হোসেন , উপ-পুলিশ কমিশনার উত্তর মো. জাকির হোসেন মজুমদার , উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা মো. মনজুর রহমান, বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এইচকেআর