জেলা আওয়ামীলীগের শারদীয় শুভেচ্ছা

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলা কমিটির সভাপতি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক(মন্ত্রী) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
শারদীয় এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, সাম্প্রদায়িক-সম্প্রীতির বাংলাদেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা। তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি একটি সর্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব।
তারা দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি মহামারী করোনা মোকাবেলা ও নিজে এবং পরিবারের সকলের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়। পাশাপাশি মাস্কবিহীন বাহিরে না বের হওয়ার অনুরোধ জানান নেতৃবৃন্দ।
এমবি