আগৈলঝাড়ায় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালিত

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয় ।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি এ্যাড. আবুল কাসেম সরদারের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা নিত্যনন্দ মজুমদার, উপজেলা শ্রমিকলীগ নেতা অজিত হালদার, সফর সরদারসহ প্রমুখ। পরে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
এইচকেআর