আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত নবজাতক শিশুর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক নবজাতকের মৃত্যুবরন করেছে। সোমবার (১১ অক্টোবর ) সন্ধ্যা সাতটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন। মৃত্যুবরনকারি শিশু নুসরাত গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের নুর ইসলাম সরদারের মেয়ে ।
মৃত্যু নবজাতক শিশুর বাবা নুর ইসলাম সরদার জানান, আমার মেয়ে নুসরাত জন্মের পরপরই অসুস্থ হয়ে পরে। গত কয়েকদিন যাবৎ জ্বর, সর্দি ও কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পরে। সোমবার বিকেলে তাকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মৃত্যুবরন করে ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন জানান, শিশুটিকে অসুস্থ অবস্থায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পরামর্শ দেই। কিন্তু তারা শিশুটিকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার অনুরোধ করেন এবং সন্ধ্যায় শিশুটির মৃত্যু হয়।
এইচকেআর