বাবুগঞ্জে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা

বরিশালের বাবুগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনিচুর রহমান সিকদার, ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার লুনা, সোনালী ব্যাংক ব্যবস্থাপক দেবাশীষ চৌধরী , রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসমাইল হোসেন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ। এর আগে ফায়ার সার্ভিস সদস্যদের প্রদর্শীত ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন বাবুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাষ্টার এনামুল হক সুমন।
এইচকেআর