উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে তালুকদার মোঃ ইউনুস


সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহাঅষ্টামীতে বুধবার রাতে উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
এসময় উজিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, আইনজীবী বিপুল চন্দ্র রায়, বামরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদার সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমবি
