আগৈলঝাড়ায় আওয়ামীলীগের মনোনীত ৫ প্রার্থীদের হাতে নৌকার টিকিট প্রদান

বরিশালের আগৈলঝাড়ায় দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থীদের হাতে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীকের টিকিট তুলে দিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
বুধবার রাত নয়টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীদের হাতে প্রধান অতিথী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নের টিকেট তুলে দেন এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকার টিকিট পেয়েছেন, রাজিহার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার ও রতœপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার।
মনোনয়ন বিতরণ সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২০ অক্টোবর। ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহণ ১১নভেম্বর।
এইচকেআর