পূজায় ঘুরতে না পেরে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

উজিরপুরে হারতা ইউনিয়নের জামবাড়ী গ্রামে শারদীয় দুর্গা পূজায় ঘুরতে না নেওয়ায় স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উজিরপুর থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, হারতা ইউনিয়ন নাথারকান্দি গ্রামের রঞ্জন পান্ডের মেয়ে পুতুল পান্ডেন(২১) সাথে জামবাড়ী এলাকার দিনমজুর বুদ্ধিশ্বর বিক্রম(৩০)’র ৪ বছর পূর্বে পারিবারিক ভাবে বিবাহ হয়েছে। তাদের সংসারে ৩ বছরের একটি শিশু কণ্যা রয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী পুতুল পূজায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য স্বামী বুদ্ধিশ্বর বিক্রমের কাছে আবদার করেন। তিনি ঘুরতে নিতে অপারগতা প্রকাশ এবং টাকা নাই বলে জানালে তাতে স্ত্রী পুতুল ক্ষিপ্ত হয়ে বাসায় বসে থাকেন।
গত বুধবার স্বামী ঘুরতে নিতে চাইলে স্ত্রী যাবেন না বলে জানান এবং ৩ বছরের শিশু কণ্যাকে নিয়ে ঘুরতে যেতে চাইলে স্বামীকে বাধা প্রদান করেন। এসময় দুইজনের ভিতর বাকবিতণ্ডা হলে স্ত্রীকে থাপ্পড় মেরে ঘর থেকে চলে যান বুদ্ধিশ্বর। ওই দিন রাত সাড়ে ১০ টায় স্বামী বুদ্ধিশ্বর ঘরে ঢুকে স্ত্রীকে অচেতন ও মুখে ফেনা দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে আহতকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক নগেন্দ্রনাথ হালদারের কাছে নিয়ে যান। তিনি অবস্থা বেগতিক দেখে চিকিৎসা করাতে অপারাগত প্রকাশ করার কিছুক্ষণ পরেই ওই গৃহবধূ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সংবাদ পেয়ে ওসি (তদন্ত) মমিন উদ্দিন ও এসআই আনিসুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। শরীরের কোথাও আঘাতের কোন চিহ্ন না পাওয়ায় প্রাথমিকভাবে গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানান ওসি মমিন উদ্দিন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এমবি