পোর্টরোডের ব্যবসায়ী মিজানুর রহমান খোকনের ইন্তেকাল, শোক

বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ‘আনহা এগ্রো লিমিটেড’ এর সত্ত্বাধিকারী মো. মিজানুর রহমান রহমান খোকন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা সদা হাস্যোজ্জ্বল ও বন্ধুপ্রতিম মিজানুর রহমান খোকন কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান, মা এবং দুই ভাইসহ সংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় নগরীর গোরস্থান রোডে বরিশাল আঞ্জুমান-ই-হেমায়েত ইসলামে নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
মিজানুর রহমান খোকনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন এবং সৎজ্জনদের কান্না আর স্বজনহারা বিলাপে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে। মরহুমের পরিবারকে শান্তনা এবং মরহুমকে শেষ বারের মতো দেখতে তাঁর বাসভবনে ছুটে যান নগরীর বিভিন্ন ব্যবসায়ী, প্রতিবেশী, বন্ধুমহলসহ সর্বস্তরের মানুষ।
এদিকে, মিজানুর রহমান খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, দৈনিক মতবাদ এবং দখিনের মুখ পত্রিকার সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন। তিনি মরহুমের বিদেহী আত্মার গামফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও মিজানুর রহমান খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্যাচ-৯৩, বরিশাল এর সভাপতি রেজাউনুল গনি রনভি এবং সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ মুসা (সুজন) সহ কার্যকরি কমিটির নেতৃবৃন্দবৃন্দসহ সকল সদস্যরা। তারাা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। পাশাপাশি ব্যবসায়ী মিজানুর রহমান খোকনের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন ব্যাচ-৯৩, বরিশাল এর সদস্যবৃন্দ।
উল্লেখ্য, মিজানুর রহমান খোকন দীর্ঘ বছর যাবত নগরীর পোর্ট রোড এলাকায় সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন। তিনি ছিলেন ‘প্রভিডা ফিড লিমিটেড এবং কোয়ালিটি ফিড লিমিটেড’ এর পরিবেশক।
কে আর