উজিরপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র

বরিশালের উজিরপুর পৌরসভার সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে নিয়ে পৌরসভার সকল পূজা মন্ডপ পরিদর্শন করার পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় ।
এসময় মেয়রের সফরসঙ্গী ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, আওয়ামীলীগ নেতা উত্তম কুমার হাওলাদার, আজিজুল হক সিকদার, আঃ রহিম মাষ্টার, হিন্দু-বৈদ্ধ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস রায়, শ্রমিকলীগের যুগ্ম-আহব্বায়ক শিপন মোল্লা, ইউপি চেয়ারম্যান ইউসুফ হাওলাদার, যুবলীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক শাহীন, আ’লীগ নেতা কালাম সরদার, যুবলীগ নেতা ও প্যানেল মেয়র রিপন মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিঞা লিটন, সাবেক সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রনি প্রমূখ৷
এসময় পূজায় আগত দর্শনার্থীদের পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি বরিশাল-১ আসনের সংসদ সদস্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ’র শুভেচ্ছা জানিয়ে সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আনন্দ উপভোগ করার জন্য আহব্বান জানান।
এইচকেআর