প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে বরিশালে দুর্গোৎসবের সমাপ্তি

প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে বরিশালে শেষ হলো দুর্গোৎসব। শুক্রবার বিকেল থেকে শুরু হয় বিসর্জনের কার্যক্রম। এর আগে মন্ডপগুলোতে আয়োজন করা হয় সিঁদুর খেলার। এই উৎসবে হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন।
পরে নিজেরা একে অন্যকে সিঁদুরে রাঙিয়ে চলে মিষ্টিমুখ। ঢাকের তালে তালে নাচ-গান ছবি তোলা শেষে বিসর্জনে অংশ নেন ভক্তরা।
মন্ডপের পুরোহিতরা জানায়, আজ দশমী পুজা হচ্ছে। এই দিনে দর্পন বিসর্জন, নারায়ন পুজা, দূর্গা পুর্জা ও বিসর্জনের মধ্যদিয়ে নিয়ম অনুযায়ী দেবীকে বিদায় দিতে হবে। বিদায় বেলায় তারা করোনা মহামারি থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য মায়ের কাছে প্রার্থনা জানিয়েছেন।
এইচকেআর