ঢাকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

Motobad news

নাট্যকার কায়েস চৌধুরী আর নেই

নাট্যকার কায়েস চৌধুরী আর নেই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশের প্রখ্যাত নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী আর নেই। আজ (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই কায়েস চৌধুরী কিডিনি রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার ডায়ালাইসিস করাতে যান তিনি। এরপর বাসায় ফিরেন। বাসায় ফিরেই মারা যান তিনি।

দীর্ঘদিন নির্মাতা ও অভিনেতা হিসেবে কাজ করছেন কায়েস চৌধুরী। একজন নাট্যকার হিসেবেও তিনি উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় নাটক।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন