ঢাকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

Motobad news

জন্মদিনে মাহিকে দ্বিতীয় স্বামীর বার্তা

জন্মদিনে মাহিকে দ্বিতীয় স্বামীর বার্তা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আজ বুধবার (২৭ অক্টোবর) চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্মদিন। স্বামী রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে ফানুস উড়িয়ে, কেক কেটে জন্মদিনের প্রথম প্রহরটা উদযাপন করেছেন নায়িকা।

মাহির জীবনের বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রাকিবের সারপ্রাইজের কমতি ছিলো না। স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ফেসবুকে দুটি ছবি পোস্ট করে রাকিব সরকার লিখেছেন, 'শুভ জন্মদিন জান মাহিয়া মাহি। স্বপ্ন গুলো সত্যি হোক। অনেক অনেক দোআ। এক আকাশ ভালোবাসা।'

এর আগে জন্মদিনের প্রথম প্রহরের আয়োজন ফেসবুক লাইভের মাধ্যমে অনুরাগীদের দেখার সুযোগ করে দেন মাহি। ক্যাপশনে রাকিব সরকারকে ম্যানশন করে তিনি লিখেছেন, আমি আজ পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী কইন্যা। (সঙ্গে চারটি ভালোবাসার ইমোজি)

প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মাহিয়া মাহি। তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। সিনেমায় তিনি মাহিয়া মাহি নামেই জনপ্রিয়। তার পিতার নাম আবু বকর ও মায়ের নাম দিলারা ইয়াসমিন।

মাহি ঢাকার উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। এরপর তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেন।

২০১২ সালে ঢাকাই সিনেমায় পথচলা শুরু করে এখন পর্যন্ত বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন মাহি। তার অভিনীত ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’, 'জান্নাত'সহ একাধিক সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন