ঢাকা মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  রোহিঙ্গাদের নিজেদের বাড়ি ফেরাতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্যসহ ১১ দেশ ৩ দফা দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের ববি ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্ররা দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ৪টি স্মার্ট টিভি নিয়ে উধাও পর্যটক  সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ভোলায় নদীভাঙন রোধে পদক্ষেপের দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও
  • পিরোজপুরে নৌকা মার্কার প্রার্থীর বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

     পিরোজপুরে নৌকা মার্কার প্রার্থীর বাড়িতে আগুন দেয়ার অভিযোগ
    পিরোজপুরে নৌকা মার্কার প্রার্থীর বাড়িতে আগুন দেয়ার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ১১ নভেম্বর ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুর সদর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিক নৌকা মার্কার প্রার্থী রাম প্রসাদ রায় বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    শনিবার (৬ নভেম্বর) ভোররাতে আনুমানিক ৪ টার দিকে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পশ্চিমদুর্গাপুর রায়পাড়া গ্রামের নৌকা মার্কার প্রার্থীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করে জানান প্রার্থী রাম প্রসাদ রায়। রাম প্রসাদ রায় (৫০)  পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
     
    প্রার্থী রাম প্রসাদ রায় অভিযোগ করে জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা মার্কা দেয়ার পর থেকেই একটি মহল তার বিরুদ্ধে নানা ভাবে ষড়যন্ত্র করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর রাত আনুমনিক ৪ টার দিকে তার বাড়িতে কেরসিন বা পেট্টল জাতীয় কিছু ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় তিনি ঐ ঘরেই গুম ছিলেন।

    পরে ঘরে আগুন দেখতে পেয়ে  তার জামাতা ডাক-চিৎকার দিলে ঘরের অন্য লোকজন মিলে আগুন নিভিয়ে ফেলায়। আগুনে তার ঘরের কিছু অংশ পুড়ে গেছে এবং ঘরের ভিতরে থাকা ধানও পুড়ে গেছে। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হওয়ায় এই নির্বাচন থেকে দূরে রাখার জন্যই তার জামায়াত-বিএনপির  প্রতিপক্ষরা তার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিলো বলে তিনি ধারনা করছেন।
     
    প্রার্থী রাম প্রসাদ রায় আরো জানান, এর আগেও ৩১ অক্টোবর তার নির্বাচনী প্রচারণা চলাকানীর সময়ে প্রতিপক্ষ তার লোকজনের উপর হামলা চালিয়ে তাদের আহত করে।
     
    পিরোজপুর সদর থানার ওসি আ. জ. মো. মাসাদুজ্জামান জানান, বিষয়টি রহস্যজনক, পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ