মঠবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত


“বঙ্গ বন্ধুর দর্শন- সমবায়ে উন্নয়ন” এ প্রতিপদ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে পতাকা উত্তোলন শেষে শহীদ মাখন লাল দাস মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মতিয়ার রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, সমবায় কর্মকর্তা মো. এমাদুল হক, আ'লীগ নেতা মিজানুর রহমান মিলন, প্রভাষক মাহাবুবুর রহমান রামীম, সমবায়ি ও আ'লীগ নেতা সুলতান মাহমুদ, সমবায়ি শাহ আলম প্রমূখ। আলোচনা শেষে সফল ৫ জন সমবায়ি ও ১৫ টি সমিতিকে ক্রেস্ট তুলে দেয়া হয়।
এইচকেআর
