ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যানসহ সকল পদের নির্বাচন স্থগিত

এম, আহসানুল ছগির
পিরোজপুরের ইন্দুরকানীতে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর ৩ দিন পর সদর ইউনিয়নের চেয়ারম্যান সহ সকল পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। রোববার রাতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নির্বাচন কমিশনের উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে নির্বাচন স্থগিতের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যর নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
গত ৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের জাতীয় পার্টি জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা জেপির আহবায়ক পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার স্বপন (৬০) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
তিনি মারা যাওয়ায় ৪ নভেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার এ এস এম রোকনুজ্জামান খান বিষয়টি নির্বাচন কমিশনে অবহিত করেন। অবশেষে ৩ দিন পর নির্বাচন কমিশন ওই ইউনিয়নের চেয়ারম্যান সহ সকল পদের নির্বাচন স্থগিত ঘোষণা দেন। এর ফরে বন্ধ হয়ে গেল সকল প্রচারণা।
আগামী ১১ নভেম্বর ২য় ধাপের ইউপি নির্বাচনে এ উপজেলার ইন্দুরবানী সদর, পত্তাশী ও পাড়েররহাট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এর মধ্যে ইন্দুরকানী সদর ইউনিয়নের জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মারা যাওয়ায় শুধু ওই ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
এমবি