ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

সেলফি তুলতে গিয়ে যুবলীগ নেত্রীর মৃত্যু

সেলফি তুলতে গিয়ে যুবলীগ নেত্রীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রেল ব্রিজের উপর সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে যুবলীগ নেত্রী রুমানা আক্তার মিতুর (৩৫) মৃত্যু হয়েছে। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অক্টোবরের ২৪ তারিখে তিনি উপজেলার বাউঞ্জান রেল ব্রিজে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় আহত হয়ে নদীতে পড়ার পর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ অক্টোবর বিকালে ভাঙ্গুড়ার দিলপাশার রেললাইন এলাকায় মিতু পরিবারসহ বেড়াতে আসেন। তিনি সেখানে বাউঞ্জান ব্রিজের উপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। একপর্যায়ে ট্রেন চলে আসলে তিনি হতভম্ব হয়ে যান। এ সময় নদীর জেলেরা তাকে ব্রিজ থেকে পানিতে লাফিয়ে নিচে পড়তে বলেন।

কিন্তু সাঁতার না জানায় তিনি নদীতে ঝাঁপ দেননি। পরে ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে নদীতে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

ভাঙ্গুড়া যুব মহিলা লীগের একাংশের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইনের উপর সেলফি তুলতে গিয়ে অসতর্কতায় অকালে প্রাণ হারালেন যুবলীগ নেত্রী মিতু। তার মৃত্যুতে জেলা ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগ এবং মহিলা যুবলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোকাহত।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ