ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

নরসিংদীর আলোকবালীতে নির্বাচনী সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় মামলা

নরসিংদীর আলোকবালীতে নির্বাচনী সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় মামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে নির্বাচন নিয়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার ৩ দিন পর রোববার দিবাগত রাতে স্বপন মিয়া নামে নিহতদের এক স্বজন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় এই হত্যা মামলা করেন।

মামলায় ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামী করা হয়েছে।
সোমবার সকালে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, হত্যার ঘটনায় জড়িত আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে ঘিরে গত বৃহস্পতিবার সকালে আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নেকজানপুর এলাকায় দুই ইউপি মেম্বার প্রার্থী আবুল খায়ের ও রিপন মোল্লার সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এতে টেঁটা ও গুলিবিদ্ধসহ ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হয়। আহত হয়েছেন কমপক্ষে আরও ২৫ জন।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন