স্বরূপকাঠিতে রাতের আঁধারে বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন!


স্বরূপকাঠির জুলুহার মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়েছে বিদ্যালয়ের নথিপত্র। সোমবার গভীর রাতে বিদ্যালয়ের দরজা ভেঙে কে বা কারা ভিতরে প্রবেশ করে আলমিরার কাগজপত্র এক যায়গায় জড়ো করে আগুন দেয়। ওই আগুনে গুরুত্বপুর্ণ কাগজপত্রসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অফিস কক্ষ পুড়ে আগুন বাইরে ছড়িয়ে পড়লে এলাকার লোকজনের নজরে আসে। পরে স্থানীয়রা ছুটে গিয়ে নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
এ ঘটনায় প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন থানায় সাধারণ ডায়েরী করেছেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মৃদুল বড়াল বলেন, বিদ্যালয়টির ওপর কাদের কি নিয়ে শত্রুতা রয়েছে তা আমরা জানি না। নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর
