ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

পিরোজপুরে নৌকার বিদ্রোহী প্রার্থী নাসির মাতুব্বর বহিষ্কার

পিরোজপুরে নৌকার বিদ্রোহী প্রার্থী নাসির মাতুব্বর বহিষ্কার
বহিষ্কার নাসির মাতুব্বর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করায় একজনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মাওলানা নাসির উদ্দিন মাতুব্বর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

আজ বুধবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক শৃঙ্খলাবিধি ও গঠনতন্ত্রের ৪৭ এর “ঠ” অনুচ্ছেদ অনুযায়ী তাকে সরাসরি বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল।

জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার স্বাক্ষরিত অব্যহতি পত্র থেকে জানা যায়, আগামীকাল অনুষ্ঠিত ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস মার্কায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মাওলানা নাসির উদ্দিন মাতুব্বর। তাই আওয়ামীলীগের সাংগঠনিক শৃঙ্খলাবিধি ও গঠনতন্ত্র অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের সকল ধরনের পদ পদবী থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যহতি পত্রে আরো উল্লেখ আছে যে, তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভকে সরাসরি গুলি করে আহত করেছেন। শুভ এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

উল্লেখ্য, মাওলানা নাসির নাসির উদ্দিন মাতুব্বর গত ৭ নভেম্বর রাতে পিরোজপুরের সদর উপজেলায় শংকরপাশা ইউনিয়নের নির্বাচনী প্রচারণা গিয়ে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ হেফাযতে রয়েছেন বলে জানিয়েছেন পিরােজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মোঃ মাসুদুজ্জামান।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন