মঠবাড়িয়ায় কলেজ একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।
বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আজিম উল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা খাদিজা বেগম খুশবু, প্রভাষক জুলহাস শাহীন, প্রশান্ত কুমার মিত্র, সাংবাদিক মিজানুর রহমান মিজু, শিক্ষার্থী নাজিফা নাজাহ প্রমুখ।
জানাগেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। শীঘ্রই এ নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।
এমবি
