ইন্দুরকানীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১টিতে আওয়ামীলীগ ১ টিতে জেপি বিজয়ী


পিরোজপুরে ইন্দুরকানীতে দুটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি জেপি মনোীত শাহীন হাওলাদার ও আওয়ামীলীগ মনোনীত কামরুজ্জামান শাওন তালুকদার বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার ব্যপক নিরাপত্তার মধ্যে কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই পত্তাশী ও পাড়েরহাট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। দুটি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে পত্তাশী ইউনিয়নে জাতীয় পার্টি জেপি মনোনীত বাই-সাইকেল প্রতিক নিয়ে শাহীন হাওলাদার ৩৫৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী আওয়ামীলীগ মনোনীত হাওলাদার মোয়াজ্জেম হোসেন নৌকা প্রতিক নিয়ে ২৪৯৯ ভোট পেয়েছেন।
পড়েরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত কামরুজ্জামান শাওন তালুকদার ৬১২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রার্থী জাতীয়পার্টি জেপি মনোনীত গোলাম সরোয়ার বাবুল বাই- সাইকেল প্রতীক নিয়ে ৪২৭ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার এ এস এম রোকনুজ্জামান স্বাক্ষরিত বেসরকারী ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।
এইচকেআর
