ইন্দুরকানীতে চেয়ারম্যান পদে হেভিওয়েট দুই প্রার্থীর ভরাডুবি


পিরোজপুরের ইন্দুরকানীতে দুটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হেভিওয়েট দুই প্রার্থীর ভরাডুবি হয়েছে। উপজেলার পাড়েরহাট ইউনিয়নে জাতীয় পার্টি জেপি মনোনীত বর্তমান চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল ও পত্তাশী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেন পরাজিত হয়েছেন। বৃৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তার মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই দ্বিতীয় ধাপে ইন্দুরকানী উপজেলার পত্তাশী ও পাড়েরহাট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে।
দুটি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে পত্তাশী ইউনিয়নে জাতীয় পার্টি জেপি মনোনীত বাই-সাইকেল প্রতীক নিয়ে শাহীন হাওলাদার ৩৫৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেন নৌকা প্রতীক নিয়ে ২৪৯৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। পাড়েরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত কামরুজ্জামান শাওন তালুকদার নৌকা প্রতীক নিয়ে ৬১২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয়পার্টি জেপি মনোনীত বর্তমান চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল বাই- সাইকেল প্রতীক নিয়ে ৪২৭৫ নিয়ে ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
তবে নির্বাচনে পরাজয়ের বিষয় আওয়ামীলীগ মনোনীত পরাজিত পত্তাশী ইউপি চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোয়াজ্জেম হোসেন জানান, নির্বাচনের দিন দুপুরের পর আমার এজেন্টদের কেন্দ্র থেকে সাইকেল মার্কার এজেন্টরা বের করে দিয়েছে। আমাকে জণগন ভোট দিয়েছে কিন্তু পরিকল্পিতভাবে সাইকেল প্রতীক কে বিজয়ী করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম জানান, এ উপজেলার দুটি ইউনিয়নে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোন অনিয়ম ও কারচুপির কোন ঘটনা ঘটে নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার এ এস এম রোকনুজ্জামান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
এমবি
