ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

জাতীয় পল্লী উন্নয়ন স্বর্ণপদক পেলেন কৃষি বিজ্ঞানী ড. জাকারিয়া

জাতীয় পল্লী উন্নয়ন স্বর্ণপদক পেলেন কৃষি বিজ্ঞানী ড. জাকারিয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির সাবেক পরিচালক কৃষি বিজ্ঞানী ড. এ কে এম জাকারিয়াকে জাতীয় পল্লী উন্নয়ন স্বর্ণপদক প্রদান করা হয়েছে।

অবসরে গিয়েও তিনি তার মাঠ পর্যায়ে গবেষণা কাজ চালিয়ে যাচ্ছেন। আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মধ্যদিয়ে কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে মূল প্রবন্ধটি আরডিএ সাবেক মহাপরিচালক মো. আমিনুল ইসলাম ও পরিচালক (অব.) ড. এ কে এম জাকারিয়া যৌথভাবে সম্পাদনা করেন।
কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক গবেষণা  ঈর্ষণীয় সাফল্য, আরডিএ বগুড়ার প্রকৃতি, প্রযুক্তি ও তথ্য সম্ভারের সমন্বয়ে সমৃদ্ধ কর্মকর্তা-কর্মচারী কতৃক ব্যতিক্রমধর্মী উল্লেখযোগ্য ও অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ তিনি এ পুরস্কার লাভ করেন।

গত ৩১ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন পদক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাছ থেকে সম্মাননাসহ স্বর্ণপদক নেন ড. একেএম জাকারিয়া। সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান, পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুমার প্রমুখ।

কৃষি বিজ্ঞানী ড. একেএম জাকারিয়া তার ব্যতিক্রমধর্মী উদ্যোগ ও অনুপ্রেরণামূলক কাজের জন্য দেশ-বিদেশে পল্লী উন্নয়ন একাডেমিকে ব্যাপক পরিচিত ও সুখ্যাতি অর্জন করেছেন। তার প্রচেষ্টায় চর গবেষণা ও উন্নয়ন কেন্দ্র (সিডিআরসি) প্রতিষ্ঠিত হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ