ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ফলাফলের পরদিন নির্বাচিত ইউপি মেম্বারের মৃত্যু

 ফলাফলের পরদিন নির্বাচিত ইউপি মেম্বারের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চাঁদপুর সদর উপজেলার ইউপি নির্বাচনের একদিন পরই মৃত্যুবরণ করলেন নির্বাচিত ইউপি সদস্য ( মেম্বার) মুরাদ মিজি।

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। আর শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচিত ইউপি মেম্বার মুরাদ মিজি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মুরাদ মিজি চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭নং ওয়ার্ড থেকে তালাক প্রতীক নিয়ে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন।

 বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।

অত্র ওয়ার্ডে উপ-নির্বাচনের বিষয়ে তিনি জানান, এখনো গেজেট প্রকাশ হয়নি। আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হন। এরপর পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মুরাদ মিজি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন