ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

মাঠ সহায়ক নিয়োগে জনপ্রতি ২ লাখ!

মাঠ সহায়ক নিয়োগে জনপ্রতি ২ লাখ!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্পে দুজন মাঠ সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে।

প্রতিটি পদের জন্য দুই লাখ টাকা করে নিয়োগ বাণিজ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিয়োগ প্রার্থীরা।

তাদের অভিযোগ, উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী নিয়োগ পরীক্ষার আগেই দুইজন প্রার্থীর থেকে টাকা নিয়ে উক্ত পদের জন্য তাদের চুড়ান্ত করেন। আবেদন করতে না পারা অনেকেই অভিযোগ করেন ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি বহুল প্রচার করা হয়নি।

তবে সব অভিযোগ অস্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে মাঠ সহায়ক নিয়োগ দেওয়া হচ্ছে। কোন নিয়োগ বাণিজ্য করা হয়নি।

শনিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা সভা কক্ষে মাঠ সহায়ক পদে ৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের অফিস কক্ষে ভাইভা পরীক্ষা নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি নজরুল ইসলামের জানান, এ বিষয়ে তিনি ঘুষ প্রক্রিয়ায় সঙ্গে জড়িত নই।

এদিকে নিয়োগে কোন অনিয়ম হয়নি বলে জানিয়েছেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন