মঠবাড়িয়ায় মাছের সাথে শত্রুতা
.jpg)

পিরোজপুর মঠবাড়িয়া খেতাচিড়া গ্রামে কাওসার কাজীর মৎস্য ঘেরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৫লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষরা।
এ ঘটনায় মঠবাড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘের মালিক কাওসার গাজী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কেউ শনিবার ভোর রাতে আমার মৎস্য ঘেড়ে বিষ দেয়। এতে সকাল থেকে সারাদিন পুকুরের বিভিন্ন প্রজাতির প্রায় দেড়শ মন মাছ মরে ভেসে উঠে। এখন আমি কিভাবে ঋণের টাকা পরিশোধ করব।
মঠবাড়িয়া থানার ওসি তদন্ত আব্দুল হক জানান, অভিযোগের বিষয়টি আমার জানা নাই। তবে এ বিষয় জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এসএম
