ঢাকা মেডিকেলে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শাহ নেওয়াজ (৯৫) মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
সোমবার (১৫ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রাত সাড়ে ৮ দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শাহ নেওয়াজ হাজতি ছিলেন। তার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়।
এমবি
