কাউখালীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের জনসচেতনতা সভা


“ঝাটকা নয়, ইলিশ খাবো”-এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর কতৃৃক আয়োজিত ২০২১-২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তর এর উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার, জেলা মৎস্য অফিসার মো. আব্দুল বারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, অফিসার ইনচার্জ মো. বনি আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষন পাল, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজু রহমান,আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, মৎস্যজীবি নেতা আবদুল ওয়াদুদ, মৎস্যজীবি জলিল শেখ ও দুলাল হোসেন প্রমূখ । সভা শেষে মৎস্যজীবিদের দেশীয় প্রজাতির মাছ এবং শামুখ সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতয়া ১০০ জন মৎস্যজীবিকে প্রশিক্ষণ দেওয়া হয়।
এইচকেআর
