ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

 মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫
ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেম ও পূর্ব শত্রুতার জের কিশোর গ্যাংয়ের এলোপাথারী ছুরিকাঘাতে নিহত ছাত্রলীগ নেতা রাহাত হোসেন (২০) হত্যার ঘটনায় পুলিশ এজাহারভুক্ত তিন আসামি ও সন্দেহভাজন দুই জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদেরকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।

কারাগারে প্রেরণকৃত আসামীরা হলো, উপজেলার দক্ষিণ গুলিসাখালী গ্রামের মহারাজ মালের ছেলে শাওন মাল (১৭), আলী ফরাজীর ছেলে আসাদুল ফরাজী (১১), দুর্গাপুর গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে নাদিম মোল্লা (১৭), চুন্নু মিয়া ও সেন্টু । এর আগে  নিহত রাহাতের বাবা শাহ আলম হাওলাদার বাদি হয়ে রোববার ১২ জন নামীয় ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলাটি দায়ের করেন।


উল্লেখ্য, গত শনিবার রাতে উপজেলার টিয়ারখালী আ. মজিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে শুভ তার বন্ধুদের নিয়ে গুলিসাখালী আসার পথে প্রেম ও পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা  শুভ’র উপর হামলা চালায়। এসময় শুভকে বাঁচাতে তার বন্ধুরা এগিয়ে আসলে দেশীয় অস্ত্রের এলোপাথারি কোপে গুলিসাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি এবং ডৌয়াতলা ওয়াজেদিয়া কলেজের একাদ্বশ শ্রেণীর শেষ বর্ষের ছাত্র রাহাত হোসেন, সানাউল, আরিফ ও আঃ লতিফ আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাহাত হোসেনকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, এজাহারভুক্ত তিন আসামি ও সন্দেহভাজন দুই জনকে গ্রেপ্তার করে  আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে । বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন