ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পলাশে পুলিশের বিশেষ অভিযান, ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পলাশে পুলিশের বিশেষ অভিযান, ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নরসিংদী জেলার পলাশ উপজেলার চর মাধবদী এলাকা হতে পুলিশের বিশেষ অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত আলমগীর নামে এক আসামি গ্রেফতার করেন পলাশ থানা পুলিশ।

সোমবার রাতে পলাশ থানার এসআই শাহ্ আলম ও তার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে পলাশ উপজেলার চর মাধবদী আসামির নিজ বাড়ী হতে তাকে গ্রেফতার করেন।

এ বিষয় পলাশ থানার এসআই শাহ আলম বলেন, আসামী আলমগীর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড আসামি ছিলেন। যে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি আসামী নিজ এলাকায় আসছেন পরে আমি ও আমার ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে পেরেছি।

আসামি চর মাধবদী এলাকার মৃত নাসির উদ্দীন মোল্লার ছেলেকে পরবর্তী কার্যাদেশের জন্য মঙ্গলবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করেছি।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন