ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

দিনে টিউবওয়েল মিস্ত্রি, রাতে ডাকাত!

দিনে টিউবওয়েল মিস্ত্রি, রাতে ডাকাত!
দিনে টিউবওয়েল মিস্ত্রি, রাতে ডাকাত!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তারা দিনে টিউবওয়েল মিস্ত্রি হিসেবে কাজ করতেন। আর রাত হলেই ডাকাতিতে নামতেন। একদল ডাকাত ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের খাঁচায় আটকের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানান চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আশরাফ।

জানা যায়, বুধবার (১৭ নভেম্বর) হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন বি-বাড়িয়ার নাছিরনগর উপজেলার মো. মন্টু মিয়া সজল (২২), উজ্জ্বল মিয়া তোফাজ্জল (১৯), হবিগঞ্জ সদরের মো. জাহাঙ্গীর আলম নয়ন (২০), জাহিদ মিয়া (২২), মোশাহিদ মিয়া (২১), লিটন মিয়া (২১), শায়েস্তাগঞ্জ উপজেলার মারুফ মিয়া (১৮) ও মৌলভীবাজার সদরের সালাউদ্দিন (২৫)।

পুলিশ জানায়, উপজেলার শানখলা ইউনিয়নের চলিতারআব্দা হাওরে ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। রাতেই তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন