ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

আইন-শৃঙ্খলা বাহিনী আমাকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছে : নুর

আইন-শৃঙ্খলা বাহিনী আমাকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছে : নুর
সংবাদ সম্মেলনে কথা বলছেন নরুল হক নুর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গণঅধিকার পরিষদ করার কারণে আইন-শৃঙ্খলা বাহিনী আমাকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, বর্তমানে সবাই সরকারের নিয়ন্ত্রণে। কেবল আমরাই এর বাইরে। তাই সরকার আমাদের টার্গেট করেছে। গণঅধিকার পরিষদ করার কারণে আইন-শৃঙ্খলা বাহিনী আমায় ক্রসফায়ার দেয়ার হুমকিও দিচ্ছে। এই সরকার অমানবিক। খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হওয়ার পরেও তাকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে দিচ্ছে না সরকার। সরকার মামলা দিয়ে বিএনপিকে গলায় রশি পরিয়ে দিয়েছে।

নুর আরও জানান, এই সরকার মামলাবাজ সরকার। সরকারি দলের উচ্চ পর্যায়ের নির্দেশে আমাদের ওপর হামলা করা হচ্ছে। এখন তারা হত্যাচেষ্টা করছে। প্রশাসন দুই ভাগে বিভক্ত। একদল সরকারের পক্ষে। আরেক দল জনগণের পক্ষে। আমরা বলতে চাই, আমরা প্রশাসনকে মাফ করে দিয়েছি। আপনারা জনগণের পক্ষে থাকেন। অন্তত আগামী নির্বাচন পর্যন্ত।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন