খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইন্দুরকানীতে বিএনপির দোয়া


ইন্দুরকানীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার আসর নামাজবাদ উপজেলার ইন্দুরকানী খেয়াঘাট জামে মসজিদে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠন এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। দোয়া মোনজাত পরিচালনা করেন ওই মসজিদের ইমাম কারী মোঃ দেলোয়ার হোসেন।
এ সময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবীর তালুকদার, বিএনপি নেতা আলমগীর কবির মান্নু, মোস্তান হাফিজ, রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, ছাত্রদলের আহবায়ক মোঃ আলামীন সহ বিএনপি ও অংগসংগঠনের নেতকর্মীরা। বক্তব্য নেতাকর্মীরা আল্লাহর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান। এবং সরকারের কাছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার অনুমতি দাবী করেন। পরে আগত সকলে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন।
এসএম
