ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 

 

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি মাদরাসায় ৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আব্দুল মালেককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার উপজেলার পুরানগড় লতাবুনিয়ায় ফোরকানিয়া জামে মসজিদের পাশে অবস্থিত ফোরকানিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।  

পুলিশ জানিয়েছে, ১৭ নভেম্বর ওই মাদরাসার একটি কক্ষে শিশুটিকে ধর্ষণ করে। প্রথমে শিশুটি গোপন করলেও বিষয়টি পরিবারকে জানায়। আজ (রোববার) ভিকটিমের মা বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেছেন।

ওসি আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১) ধারায় ভিকটিমের মা মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে আসামি আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন