ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হাফ ভাড়ার দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজও (২২ নভেম্বর) রাজধানীর কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা বাসে হাফ পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই সব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে যানজট। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এ সময় ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, সড়কে যান চলাচল স্বাভাবিক করতে তারা কাজ করছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন