কাউখালীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে মানববন্ধন

কাউখালীতে বহিরাগতদের নির্বাচনী এলাকায় প্রবেশ নিষেধ, অবৈধ টাকার লেনদেন বন্ধ, ক্ষমতার অপব্যবহার ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এলাকাবাসী স¦তন্ত্র প্রার্থীরা মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। সোমবার বিকেলে উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে পোলেরহাট নামক স্থানে এলাকাবাসী এ মানব বন্ধন কর্মসূচি পালন করেন।
এলাকার হাজার হাজার মানুষ কর্মসূচিকে অংশগ্রহণ করেন। তারা বলেন প্রতিদ¦ন্দ্বী প্রার্থী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়ার স্ত্রী বর্তমান চেয়ারম্যান এলিজা জামান এর বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে ভোটারদের উপর চাপ প্রয়োগ করা, হুমকি প্রদান সহ আচরন বিধি লংঘনের অভিযোগ করেন। সুষ্ঠু ভোট নিয়ে শংঙ্কা প্রকাশ করায় এ মানব বন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় বক্তব্য প্রদান করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মন্টু, আওয়ামীলীগ নেতা কাজী রফিকুল ইসলাম মিরন, ছাত্রলীগ ইউনিয়ন সভাপতি রাসেল মাঝি প্রমুখ।
এমবি
