ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

কাউন্সিলর সোহেলের বুকে ও মাথায় ৯ টি গুলি, হরিপদের পেটে একটি

কাউন্সিলর সোহেলের বুকে ও মাথায় ৯ টি গুলি, হরিপদের পেটে একটি
সৈয়দ মোঃ সোহেল ও হরিপদ সাহা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কুমিল্লায় নগরীর ১৭ নং ওয়ার্ডে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল। তার শরীরে ৯টি গুলি লাগে। এদিকে একই ঘটনায় নিহত কাউন্সিলর সোহেলের সহযোগী হরিপদ সাহাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পেটে ১টি গুলি লাগে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিন জানান, কাউন্সিলর সোহেলের মাথায়, বুকের ডান পাশে, বাম চোখের নিচেসহ শরীরের বিভিন্ন স্থানে ৯টি গুলি লাগে। সন্ধ্যার আগে যখন কাউন্সিলর সোহেলকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন প্রচুর রক্তক্ষরণ হয়। আমরা কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালের একটি মেডিকেল টিম কাউন্সিলরসহ তাদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে যাই। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। হরিপদ সাহাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পেটে ১টি গুলি লাগে। আমরা তাদের রাত ৮টায় মৃত ঘোষণা করি। বর্তমানে তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে।  

উল্লেখ্য, সোমবার বিকালে নগরীর পাথুরিয়াপাড়া এলাকায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলিতে হত্যা করা হয়। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন