কাউখালীতে শেষ মুহূর্তে জমে উঠেছে ইউপি নির্বাচন

পিরোজপুরের কাউখালীতে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর। শেষ মুহূর্তে চেয়ারম্যান, মেম্বর এবং সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা ভোটারদের বাড়ীতে বাড়ীতে গিয়ে ভোট প্রার্থনা করছেন আবার কেউ কেউ উঠোন বৈঠক করছেন। মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে হাটে বাজারে চায়ের দোকানে রাস্তা ঘাটে বিভিন্ন বাস ও টেম্পু ষ্ট্যান্ডে ব্যানারের সমারোহ।
সারাদিন ভোট প্রার্থনা শেষে সন্ধ্যায় নির্ধারিত কোন স্থানে কিংবা প্রার্থীদের বাড়ীতে ভোটারদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের মেম্বার প্রার্থী মশিউর রহমান নতুন প্রার্থী হলেও এলাকার বেশীরভাগ ভোটারদের সমর্থন নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। এছাড়া একই ইউনিয়নের উত্তর নিলতী গ্রামের শফিকুল ইসলাম বেশ জনসমর্থন থাকায় সে ফুরফুরা আমেজে ভোটারদের বাড়ীতে বাড়ীতে ভোট প্রার্থনা করছেন এবং উন্নয়নমূলক কর্মকা আশ্বাস দেন।
এদিকে চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী থাকায় ভোটারদের বেশ কদর রয়েছে। এ ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ৬ শত ৩৭।
বার্তা প্রেরক,
মোঃ তারিকুল ইসলাম পান্নু
কাউখালী
এমবি
