ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

দেশে ক্যান্সারের ওষুধ অক্সিমরফোন মাদক হিসেবে ব্যবহার

দেশে ক্যান্সারের ওষুধ অক্সিমরফোন মাদক হিসেবে ব্যবহার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আরো দুই ধরনের নতুন মাদকদ্রব্যের সন্ধান পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। ‘ডিওবি’ নামের একটি নতুন মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত রবিবার থেকে সোমবার রাত পর্যন্ত পুরান ঢাকা ও খুলনায় ধারাবাহিক অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ গ্রাম লাইসার্জিক এসিড ডাই-ইথাইলামাইড (এলএসডি) এবং ৯০ ব্লাটার বা পাতা ডিওবি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসিফ আহম্মেদ শুভ (৩১), অর্ণব কুমার শর্মা (৩০) ও মামুনুর রশিদ (৩২)।

ডিএনসির কর্মকর্তারা বলছেন, ডার্কনেটে যোগাযোগ করে ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পোল্যান্ড থেকে ডিওবির চালানটি নিয়ে আসেন চারুকলার সাবেক শিক্ষার্থী শুভ। ডিওবির পুরো নাম ডাইমিথোক্সিব্রোমোএমফিটামিন বা ব্রালএমফিটামাইল বা ব্রোমো-ডিএমএ। এ মাদক এলএসডির চেয়ে বেশি হ্যালুসিনেশন তৈরি করে মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এটির প্রভাবে সেবীর ওপর আরেকজন নিয়ন্ত্রণ নিতে পারে। তাকে দিয়ে অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করাও সম্ভব। ডিএনসির কর্মকর্তারা বলছেন, একটি চালানই এসেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। কুরিয়ারে চালানটি দেশে এসেছে। গ্রেপ্তার মামুনুর রশিদ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক।

এদিকে ক্যান্সারের ওষুধ অক্সিমরফোন গুঁড়ো করে পানিতে মিশিয়ে মাদক হিসেবে ব্যাবহারের তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ধারাবাহিক অভিযান চালিয়ে পুরান ঢাকা ও ধানমণ্ডি থেকে ১৩ হাজার পিস অক্সিমরফোনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আলমগীর সরকার ও জাহিদুল ইসলাম। কোতোয়ালি থানার বাবুবাজার এলাকা এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ধানমণ্ডি শাখায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত এক বছরে এলএসডি, হ্যালুসিনোজেনিক ট্রিপটামিন ড্রাগ এন এন-?ডাইমিথাইলোপটামিন (ডিএমটি), ম্যাজিক মাশরুম, ক্রিস্টাল মেথা-অ্যামফিটামিন (আইস) নামের নতুন মাদকের কারবার ধরা পড়েছে। এরপর আরো নতুন মাদকে নতুন শঙ্কা তৈরি হলো।

গতকাল মঙ্গলবার ডিএনসির ঢাকা উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান বলেন, গত আগস্ট মাসে একটি কি ওয়ার্ড পেয়ে তদন্ত করে ডিওবি কারবারিচক্রকে শনাক্ত করা হয়েছে। গত রবিবার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এলিফ্যান্ট রোড শাখা থেকে পাঁচ গ্রাম এলএসডিসহ ম্যানেজার মামুনকে গ্রেপ্তার করা হয়। খুলনায় অভিযান চালিয়ে শুভ ও অর্ণবকে গ্রেপ্তার করা হয়। অর্ণবের বাসা থেকে ৯০ ব্লাটার ডিওবি জব্দ করা হয়। শুভ ডার্কনেটে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পোল্যান্ড থেকে চালানটি আনেন। এক মাসে কুরিয়ারে তাঁর বাসায় পৌঁছায় সে চালান। তাঁরা কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে এসব মাদক দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

ডিএনসির প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা বলেন, ডিওবি একটি মারাত্মক মাদক। এটি পুরো মন ও শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এটি সেবনের পর একজন ইচ্ছা করলে সেবনকারীকে নিয়ন্ত্রণ করতে পারে। বেশি মাত্রায় সেবনে মৃত্যুও হতে পারে।

গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত আলাদা সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আকতার বলেন, গত শুক্রবার কোতোয়ালি থানার বাবুবাজার এলাকা এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ধানমণ্ডি শাখায় অভিযান চালিয়ে অক্সিমরফোনসহ আলমগীর ও জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। অনুমোদন নিয়ে অক্সিমরফোন বিক্রি করতে হয়, যা নির্দিষ্ট কম্পানি থেকে লাইসেন্স দেখিয়ে, পরিবহনের রুট প্রদর্শন করে এবং কার কাছে বিক্রি করা হবে তা জানিয়ে সংগ্রহ করতে হয়। এর একমাত্র লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যারা ১২০টি লাইসেন্সপ্রাপ্ত ডিলারের মাধ্যমে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সরবরাহ করে থাকে। গত পাঁচ মাসে পাঁচ লাখ ডোজ অক্সিমরফোন বিক্রি করেছে তারা। তবে মামলাটি তদন্তকালে দেখা গেছে, ইদানীং ওরাল ফরম্যাটের অক্সিমরফোন খুচরা বাজারে ব্যাপক হারে বিক্রি হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এই অক্সিমরফোন গুঁড়া করে যেকোনো সিরাপ বা পানীয়ের সঙ্গে মিশিয়ে মাদক হিসেবে ব্যবহার করছে।

হাফিজ আকতার বলেন, অক্সিমরফোন হলো মরফিনের একটি অ্যানালগ, যা এনালজেসিক ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়। এটি ইনজেকশন থেকে ওরাল ফর্মে নিয়ে আসা হয়েছে। এটি মূলত কাজ করে সেন্ট্রাল নার্ভ সিস্টেমে (ব্রেইনে)। তীব্র ব্যথানাশক হিসেবে ক্যান্সার, হার্ট, দুরারোগ্য রোগে আক্রান্ত মৃত্যুপথযাত্রী রোগীর তীব্র ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন