ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী বৃহস্পতিবার

 কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী বৃহস্পতিবার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

’কারিতাস বাংলাদেশ, ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা” এই মূলসুর নিয়ে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে।  এ উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কারিতাস বাংলাদেশ এর পরিচালক (কর্মসূচি)জেমস্ গোমেজ।

শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সুবর্ণজয়ন্তীতে সকলকে আমন্ত্রণ জানান কারিতাসের প্রেসিডেন্ট ও খুলনার বিশপ জেমস্রমেন বৈরাগী।

এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কারিতাসের প্রাক্তন প্রেসিডেন্টবিশপ জের্ভাস রোজারিও এবং কারিতাসের নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও। সংবাদ সম্মেলনে কারিতাসের অন্যান্য পরিচালকবৃন্দ সহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন ।


আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হোটেল সৈকতে  সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । এর মধ্যে সকাল ৮টায় একটি শোভাযাত্রা সেন্টপ্লাসিডস্ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ হতে হোটেল সৈকত প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত  নানা ধরণের আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তীর উদ্বোধন উদযাপিত হবে। হোটেল সৈকতে জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলন, ফেস্টুন সহকারে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উন্মুক্তকরণ, বৃক্ষরোপণ, ফটো গ্যালারি উন্মোচন, প্রামাণ্য চিত্রপ্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ঢাকার আর্চবিশ পবিজয় এন ডি’ ক্রুজ, ওএমআই সহ সকলকাথলিক বিশ গণউপস্থিত থাকবেন। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন কারিতাস বাংলাদেশের সাধারণ ও নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, অন্যান্য বেসরকারিসংস্থা প্রধানগণ এবং কারিতাসের প্রাক্তন ও বর্তমান কর্মীবৃন্দ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন