কাউখালীতে উত্তেজনার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা


পিরোজপুরের কাউখালীতে ৩য় ধাপের ইউপি নির্বাচনে প্রচার প্রচারণার শুক্রবার শেষ দিনে টান টান উত্তেজনার মধ্য দিয়ে সমাপ্ত হতে যাচ্ছে। উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন এবং ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ১৮টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রই প্রতিদ্বন্ধী প্রার্থীরা ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ দাবী করেছেন। ২ ইউনিয়নে প্রতিদ্বন্ধী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা পাল্টা হামলা, সংঘর্ষ, মামলা, গ্রেপ্তার, মানববন্ধনসহ নানা আচরণবিধি লঙ্গনের মধ্য দিয়ে আগামী ২৮ নভেম্বর রবিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
দুই ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে ৪নং চিরাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মাহমুদ খান খোকন নৌকা মার্কার প্রতীক নিয়ে, বাইসাইকেল মার্কা নিয়ে লড়ছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমান নান্নু, এবং ২জন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিদ্রোহী প্রার্থী হিসেবে লাইকুজ্জামান মিন্টু চশমা মার্কা (স্বতš)¿ প্রতীক এবং মামুন হোসেন বাবলু আনারস মার্কার (স্বতন্ত্র) প্রতীক নিয়ে, হাতপাখা প্রতীক নিয়ে মাওলানা শিহাব উদ্দীণ কাসেমী লড়ছেন,অপরদিকে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে বাইসাইকেল মার্কা নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান এলিজা সাঈদ,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ চশমা মার্কা নিয়ে এবং স্বতন্ত্র প্রাথী হিসেবে গিয়াস উদ্দিন পলাশ আনারাস ও নৌকা মার্কা প্রার্থী এইচ এম রেজাউল করিম খোকন লড়ছেন।
রিটানির্ং অফিসার মিজানুর রহমান জানান, ইতিমধ্যেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেটদের মাঠ পর্যায়ে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এইচকেআর
