মঠবাড়িয়ায় এলজিইডি’র ৪৮টি দৃষ্টিনন্দন ভবন নির্মাণ


পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিশুর শতভাগ ভর্তি নিশ্চিত করা, শিশুর মানসিক বিকাশ, শিক্ষায় প্রবেশাধিকার এবং শিশু বান্ধব শিক্ষা গ্রহণের পরিবেশ নিশ্চিতসহ শিক্ষার মান বৃদ্ধি করতে এনএনজিপিএস প্রকল্পে- ২৪ টি, জিপিএস প্রকল্পে- ১৮ টি এবং পিইডিপি- ৪ প্রকল্পে- ৬ টি মোট ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ও অধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ভবন নির্মাণ করা হয়েছে।
উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, চাহিদা ভিত্তিক জাতীয়করণ সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৮ টি এবং চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণ দৃষ্টিনন্দন সরকারি প্রথিমিক বিদ্যালয় ৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মান করা হয়েছে। এই ভবনগুলোর ইতোমধ্যে স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোঃ জসীম বলেন, মুজিব শতবর্ষে উন্নত পরিবেশে শিক্ষাদানের বিষয় বিবেচনায় রেখে বিদ্যালয়ের ভবন আধুনিক ডিজাইনে দৃষ্টিনন্দন করে নির্মাণ করা হয়েছে। দৃষ্টিনন্দন নতুন ভবন নির্মাণের ফলে শিশুরা বিদ্যালয়মুখী হবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিত হারও বৃদ্ধি পাবে।
সকরারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের গণমুখী কার্যক্রমের ফলে দেশ বিভিন্নখাতে অভূতপূর্ব সামাজিক ও অর্থনৈতিক উন্নতি হয়েছে। শিক্ষা ক্ষেত্রে ঘটে গেছে বিপ্লব, যা আজ সর্বত্র দৃশ্যমান। তিনি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ করছেন যা প্রথিবীতে নজিরবিহীন। দেশ এখন সমৃদ্ধির পথে।
এসএম
